বরগুনার পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে জেলে বহরে সশস্ত্র ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় এফবি জুনায়েদ ট্রলারের ১৩ জন ও এফবি শাহ মোহছেন আউলিয়ার-৩ এর ১৭ জেলেকে পিটিয়ে আহত করে। ওই ট্রলারের অন্তত ৩০ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে...